সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিসতী দায়িত্ব গ্রহন করেছেন। মঙ্গলবার সকাল এগারটার দিকে পৌর ভবনে পৌছালে পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা স্বাগত জানান। জনপ্রিয় নাগরিক সেবায় পরীক্ষিত মেয়রের আগমনে খবর জেনে শত শত জনসাধারণ প্রিয় মেয়রকে দেখতে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। পৌর সভায় তিনি পৌরবাসির উদ্দেশ্যে বলেন, আমার অপরাধ আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপি করি আর তাই বারবার আমাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দুরে রেখেছে, কারাগারে পাঠানো হয়েছে। আমার অনুপস্থিতিতে পৌরসভার অর্থ আত্মসাৎ করা হয়েছে, আমি বিএনপি করলেও সব মতের, দলের জন্য পূর্বের ন্যায় বর্তমানেও পৌরসভার সেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদেরকে কোন ধরনের অনিয়মের সাথে যুক্ত না থাকার আহবান জানান। অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে তার প্রতি অখুশী ছিল পৌরসভার কেউ কেউ যারা সড়যন্ত্রের সাথে ও জড়িত।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com