ঢাকার রেসকোর্সের খোলা ময়দানের
বিশাল জনসমুদ্রের জোয়ারে
বাংলার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
১৯৭১ সালের ৭ই মার্চের
ঐতিহাসিক অগ্নি ঝরা সেই ভাষণ,
আজো বাঙালিরা ভুলিনি কেউ
মনে রেখেছে তা-বাংলার আপামর জনগণ।
আজ সেই স্মৃতিবিজড়িত ৭ই মার্চ
যেদিন নির্ভীক বলিষ্ঠ আর রুদ্র হুংকারে
তেজস্বী বজ্র কন্ঠের স্বরে
বঙ্গবন্ধু দিয়েছিলো স্বাধীনতার আশ্বাস,
বঙ্গবন্ধুর যে ভাষণ শুনে
মুক্তির চেতনায় জ্বলে উঠেছিল বাঙালীরা
স্বাধীন করবে নিজেদের দেশ
সকলের মনে আশা জেগেছিল একরাশ।
শোষিত নিপীড়িত নির্যাতিত
পূর্ব বাংলার সকল জনতা করেছিলো শপথ
নিরবে আর সইবে না আঘাত,
প্রতিঘাতে ভাঙ্গবে পাক শত্রুদের বিষদাঁত।
তাই তো তুলে নিয়েছিল অস্ত্র হাতে
সুদীর্ঘ নয় মাস দিনে রাতে,
পাক সৈন্যদের সাথে সব রক্তক্ষয়ী যুদ্ধ করে
নিজেদের দেশের স্বাধীনতা পেতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com