বত্রিশ নম্বর জাতির পিতার
রক্তে ভেজা বাড়ি,
দেশ নায়কের জীবন বিনাশ
ভুলতে নাহি পারি।
বিপথগামী —শত্রুসেনা
এলো গভীর রাতে,
জাতির পিতার জীবন নিতে
বুলেট ছোড়ে হাতে!
হায়নার বেশে পিচাশগুলো
কেড়ে নিলো প্রাণ!
কালের সাক্ষী ইতিহাসে
রবে যে অম্লান!
বত্রিশ নম্বর বাড়ির সিঁড়ি
রক্তের স্রোতে ভাসে,
জাতির পিতার শোকে কাতর
আঁধার নেমে আসে।
কন্ঠের ধ্বনি আকাশ কাঁপে
সেই কন্ঠেতে দেশ!
দেশ স্বাধীনের বজ্রকণ্ঠের
করলো ওরা শেষ।
ওঁরা কেড়ে নিলো জাতির
সৌরভ ফোটা ফুল!
জাতির পিতার শোকে ব্যাকুল
হারায় জাতি কূল।
ঐ বাড়িটা দেশ স্বাধীনের
মুক্তির প্রতীক ছিল,
সেই বাড়িতে জাতির পিতার
জীবন কেড়ে নিলো!
বত্রিশ নম্বর বাড়ির স্মৃতি
অম্লান হয়ে রবে,
জাতির পিতার দেখতে আসে
মহামানব সবে।
জাতির পিতার জীবন নিয়ে
তৈরি জাদুঘর,
শেখ রাসেল শেখ কামাল ও
আছেন মুজিবর।
বাড়ির স্মৃতি জাতিসত্তা
কালের বার্তা বহে,
দেশ স্বাধীনের দেশ নায়কের
নামটা সবাই কহে।
ডাক পেয়ছি সেথায় যাবো
কাব্য লেখার ফলে,
দেখলে জানি জাতির পিতার
ভিজবে অশ্রু জলে।
ছোট্ট বেলায় জেনেছি যে
ঐ বাড়িটা পাঠে,
রক্তে ভেজা পলি কাঁদায়
মহামানব হাঁটে।
জাতির কাছে ঐ বাড়িটা
পর্বত ন্যায় জানি,
মহাকালের কালের সাক্ষী
মহামানব মানি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com