• আজ- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

১৯৭১ সালের ৭ ই মার্চ

গোলাপ মাহমুদ সৌরভ / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

add 1
  • গোলাপ মাহমুদ সৌরভ

সেদিন ছিলো ১৯৭১ সালের ৭ই মার্চ
রেসকোর্স ময়দানে মুখরিত জনতার ঢল
স্লোগানে স্লোগানে মহামান্য নেতার আগমণ,
উচ্ছ্বাসিত জনতার মঞ্চে জ্বালাময়ী ভাষণ
তোমার বজ্রকণ্ঠে স্বাধীনতার সেই মুক্তবুলি
উনসত্তুরের গণঅভ্যুত্থান সত্তরের নির্বাচন
সবই যেন পশ্চিমাদের তামাশার প্রহসন।
জাতি নির্বিঘ্নে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে
তোমাকে নেতা মেনে মুক্তির স্ববাক্য পাঠ করেছে।
সেই ৭ই মার্চ বাঙালির সমুদ্র জয়ের প্রতিধ্বনি
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জয়ধ্বনি।
সাহসী কণ্ঠে তোমার অগ্নিঝরা সেই ভাষণ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
তুমি সেই মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সোনালি ইতিহাসে সেই ভাষণ আজও প্রবাহমান।
কিছুদিন পরেই নেমে এলো ২৫শে মার্চ কালরাত্রি
নিরীহ মানুষের উপর অমানুষিক নির্যাতন
আকাশে বাতাসে ভেসে ওঠে নির্মম আর্তনাদের সুর
শহরের অলিতে-গলিতে রক্তাক্ত লাশের সমুদ্দুর।
চারদিকে কান্নার শব্দ আর ঘরে আগুনের ধোঁয়া
নিষ্পাপ মা-বোনদের সম্বল হারানোর বিলাপ
সহজ সরল মানুষ গুলো শহর ছেড়ে পালানোর চেষ্টা
তবুও যেন বিন্দু মাত্র মানবতার অনুভব হয়নি তাদের
কুকুর হায়েনার মতো হিংস্র মনোভাব পাকসেনার
অবশেষে দেয়ালে পিঠ ঠেকে যায় বাঙালিদের
যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে শত্রুদের বিরুদ্ধে
বাঙালির অক্লান্ত পরিশ্রম দৃঢ় মনোবল আত্মবিশ্বাস
ফিরে পায় ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা
উদয় হয় নতুন সূর্য মুক্ত আকাশে স্বাধীন পতাকা
মানুষ ফিরে পায় স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:৫১)
  • ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ জমাদিউস সানি, ১৪৪৬
  • ১১ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT