বৈশাখ ছিলো আনন্দময়
যাত্রা ছিলো চলন,
পাল্টে গিয়ে, হলো ওটা
মঙ্গল যাত্রা ফলন!
অন্ধবিশ্বাস বিচরণে
ছদ্মবেশের পত্র!
ইতিহাসটা পরিবর্তন
অন্ধকারের গোত্র।
মুঘল সম্রাট থেকে শুরু
আকবর থেকে আসা,
বাংলার মাটি দু’কুলেতে
মিষ্টি রসে ঠাসা।
ভালো-মন্দ সবই আছে
শুধু তাহার হাতে,
চাইবো মোরা প্রভুর কাছে
নীরব গভীর রাতে।
ছয়টি ঋতুর একটি হলো
বৈশাখ পদার্পনে,
বারো মাসকে ভালোবাসি
আমরা প্রতিক্ষনে।