রোজ সকালে পাখির ডাকে
ঘুম থেকে উঠে দেখি
পূর্ব দিগন্তে সূর্য মামা
ফুটলো আলোর ঝাঁকি।
নানান বাহার ফুলের মালা
রসালো সব ফল
দেহে বাড়ে শক্তি আর
নিমিষেই হয় বল।
বন বনানী পাহাড় চূড়া
আকা বাকা নদী
মন যে আমার যায় হারিয়ে
পাখি হতাম যদি।
আল্লাহ তুমি ধরার মাঝে
মোদের দিলে প্রাণ
রোজ হাশরে কঠিন দিনে
জান্নাতে হয় যেন স্থান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com