ঘুটঘুটে ওই অন্ধকারে
সূর্য ঘুমায় খাটে,
কুয়াশাতে মিশে গেছে
শিশির ভেজা মাঠে।
শীতের রূপের আগমনে
মিলিত হবে পাড়ে,
অচিন পাখির আনাগোনায়
উজান বিলের ধারে।
পাক পাখালির কিচিরমিচির
স্নিগ্ধ বাতাস খানি,
মোরগ ডাকে ভোরে বেলায়
হচ্ছে আযান ধ্বনি।
কৃষাণ নামে মাঠের বুকে
শস্য চাষের কালে,
রহমতেরই বর্ষা বহে
ভবো মায়ার জালে।
আলোর তরী ধীরে ধীরে
বিলিয়ে জগত তরে,
আমাবস্যা কেটে যাবে
হৈমন্তিক ওই ভরে।