হে দশভুজা ত্রিলোক জননী
সমগ্র বিশ্ব জুড়ে
তুমি বিরাজমান,
তোমার চরণে স্মরণ লয়ে
কাঁদিছে কত জন
কাঁদিছে দিনমান।
হে করুণার আঁধার তব করুণায়
তরিছে কত শত প্রাণ
কত অধম অপার,
ফুটিছে ফুল,ডাকিছে পাখি
সকলিতো তোমার
বিশ্ব জুড়ে যা কিছু সুন্দর।
কোসাইয়ের মতো যারা
কাটছে মানুষ
কটছে দিবা রাতে,
তাদের জন্য খড়গ কৃপাণ
নাওনা তুলে
নাওনা মা ঐ হাতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com