আমাদের হেমন্ত একা হয়ে যাবে
তুমি চাও? চাইবে কোনদিন?
গহীন অরন্যে আজ মগজের চিন্তাশীল
অবস্থান, উপলভ্য আরোগ্যলাভের!
পাওয়া-না পাওয়ার দোলাচলে সন্দেহ,
বিশ্বাসকেই ধরে নিয়ে যায়..
শীতের হীম হীম কনকনে ঠান্ডায় রেখে দিতে স্বাদ!
বলো তা কি হয়? হতে পারে কখনো?
আমি তো হেমন্তকে কাছে টেনে নিই
তোমাকে কাছে পাবো বলে;
আমার হেমন্ত তুমি- কৃষাণীর ব্যাস্ততায়,
আমার হেমন্ত তুমি- দুর্বাঘাস কুয়াশায়,
আমার হেমন্ত তুমি- উষ্ণতা ভরা শীতে,
আমার প্রেমিকা তুমি- সচল হেমন্ত দিনে!