ভোর প্রত্যুষের প্রভাত কালে
শিশির বিন্দু ডেকে বলে,
তাকায় দ্যাখো লোচন মেলে
হেমন্ত ঋতু আসছে চলে।
তাই-তো শিশির বিন্দু জমে
মেঠোপথের দূর্বাঘাসে,
ঊষার কিরণ পেয়ে আজকে
ঝলমলিয়ে শুধু হাসে।
মাঠের পানে ঐ চেয়ে দ্যাখো
আমনধান পাক ধরেছে,
ঘাসফড়িং আর ফিঙে যেনো
নবান্নের সে স্বাদ পেয়েছে।
আউশধান ঐ দুলছে দেখো
হেমন্তের পবন দোলায়,
কৃষকের মুখেও ফুটছে হাসি
ধান সব ভরবে গোলায়।
গাঁয়ের মাঠে কৃষকের দ্যাখো
সারি-সারি কাটা ধানে,
গ্যাং শালিরাও গান ধরেছে
সুর মহুয়ার কলতানে।
ফুটছে পুষ্প শিউলি কামিনী
হিমঝুরি মল্লিকা গন্ধরাজ,
নবান্নের পিঠার ধুম পড়েছে
বাংলার গাঁ-জুড়ে আজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com