প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ২:৩৪ অপরাহ্ণ
হেমন্তের ধান
হেমন্তের ওই মাঠে মাঠে
পাকা আমন ধান,
কৃষাণীরা মনের সুখে
গাইছে খুশির গান।
ভোরবেলাতে কাস্তে হাতে
চাষি মাঠে যায়,
সোনা ধানে ভরবে গোলা
হৃদে শান্তি পায়।
ফসল তুলতে চাষি ভাইয়ের
ব্যস্ত কাটে দিন,
স্বপ্ন দেখে বেঁচে থাকার
শোধবে এবার ঋণ।
বোঝাই করে মাথায় তুলে
বাড়ি আনে ধান,
কৃষাণ বধূ ধান শুকিয়ে
জুড়ায় তাহার প্রাণ।
হেমন্ত আজ নতুন রূপে
সুগন্ধ তার বেশ,
অর্থের চাকা সচল রাখে
বাঁচায় চাষি দেশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com