হিম হিম হেমন্ত
গরম আজ ক্লান্ত
পরিবেশও শান্ত
কাব্যের হেমন্ত।
দূর্বাঘাসে শিশির
অতিথি পাখির ভীড়,
ডাকে কিচিরমিচির
ছেড়ে ঐ আপন নীড়।
নানা ফুলের বাহার
সুবাসিত চারিধার,
প্রকৃতি মুগ্ধতার
আনন্দের আধার।
কৃষকেরা গেয়ে গান
ফুর্তিতে কাটে ধান,
গাঁ জুড়ে পিঠার ঘ্রাণ
কিষাণী চিবায় পান।