গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার
মুজিব নামের ছেলে,
জন্মেছিলো বলে আজ সব
স্বাধীনতা পেলে।
নইলে আজো স্বাধীনতার
পেতে না কেউ দেখা,
হতো না আর মাতৃভাষায়
পড়ালেখা শেখা।
পরাধীন সব থাকতে হতো
পশ্চিমাদের কাছে,
খেতে আর হতো না এমন
দুধে ভাতে মাছে।
বন্দীর মতো লাগতো সবার
বলছি আমি শোনো,
থাকতো নাতো মতামতের
স্বাধীনতা কোনো,
আর হবে না বাংলায় অমন
হীরার টুকরো ছেলে,
শত্রু বুলেট বোমার সামনে
ধরবে ছিনা মেলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com