হিরো হও হিরোঞ্চি নয়
গাঞ্জা খাইলে হিরোঞ্চি কয়
হিরোইন খাইলেও হিরোঞ্চি কয়।
হিরো যদি হতে চাও
নেশাপানি ছাড়ো
মাদকের বিরুদ্ধে
হুংকার ছাড়ো।
সুখে দুখে সৎ থাকো
হিরো যদি হতে চাও
উত্থান পতনেও
সুখতরী বেয়ে যাও।
হিরো হও জিরো না
পাপ পথে ফিরো না।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com