আমার সম্পর্কে জানতে চাস?
বেশ...তাহলে কোন একদিন আকাশ থেকে
বৃষ্টি নামার কিছু আগমুহূর্তে
একবার তাকিয়ে দেখিস দূরের আকাশটাকে
দেখতে পাবি শুভ্র নীল আকাশটা
মুহূর্তেই কেমন ঘনকালো মেঘে তা বিবর্ণ হয়ে
ভয়ংকর রূপ ধারণ করে
বিকট বিদ্যুৎ চমকানো ঐ মেঘে যখন
দুটি কানে শুনতে পাবি ধরিত্রী কাঁপানো গর্জন
তখন ঐ গর্জন শুনে বুঝে নিস
ওটা আমারি আহত বিদীর্ণ হিয়ার আর্তনাদ।
আমার বিচূর্ণ হিয়া দেখতে চাস..?
বেশ...তাহলে বৈশাখ মাসের তান্ডব চালানো কালবৈশাখী ঝড় দেখিস
দেখতে পাবি মুহুর্তে কেমন লন্ড ভন্ড করে দেয়
সাজানো গুছানো বিশ্ব প্রকৃতি,
একবার ভালো করে একটু তাকিয়ে দেখিস,...
বিভীষিকাময় সে নিষ্ঠুর ঝড়ো হাওয়া
ঘুর্ণিঝড়ের ভয়াবহতার রূপ নিয়ে নির্মম ভাবে
কেমন ধংস স্তুপে পরিণত করে
আরে-ওটা যে আমারি ভাঙ্গা হৃদয়ের স্তুপ।
যখন দেখতে পাবি
আকাশ থেকে মুশলধারায় বৃষ্টি ঝরছে অবিরত
তখন তা দেখে বুঝে নিস
ওটা আমারি দুটি নয়নের উপচে পড়া বারিধারা
আমার ভাঙ্গা চৌচির হিয়াটার
ও যে দুকূল ভাসানো জলোচ্ছ্বাসের বাণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com