হিংসা থাকে মনের কোণে
হিংসা থাকে চোখে,
হিংসা থাকে শিরায় শিরায়
হিংসা থাকে মুখে।
হিংসা থাকে উঁচু-নিচুর
হিংসা থাকে পদের,
হিংসা থাকে ঘরে-বাহিরে
হিংসা থাকে গদের।
হিংসা থাকে ছোট-বড়র
হিংসা থাকে কর্মের,
হিংসা থাকে চলা-ফিরায়
হিংসা থাকে মর্মের।
হিংসা থাকে ধর্ম-বর্ণের
হিংসা থাকে জাতির,
হিংসা থাকে মানবদেহের
হিংসা থাকে খ্যাতির।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com