দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে
পকেট টানা টানি।
চারিদিকে শুনি তাই
লোকে করছে কানা কানি।
তাই, তাই, তাই
নাই, নাই, নাই।
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ?
ভেবে কুল কিনারা না পাই।
আলুর দরে আগুন লেগেছে
বাগুনের গুনে পুড়ে ছাই।
চালের দর আকাশচুম্বী
কেমনে বাঙালি ডাল ভাত খায়?
পেঁয়াজের ঝাঁঝ বেড়েছে
মরিচ দামে লাল।
পকেট আজ ফাঁকা পড়েছে
মাছ কিনবো কাল।
এই করে যাচ্ছে কেটে
না খেয়ে দিন।
ঐদিকে আবার বাড়ি ভাড়া
বকেয়া মাস তিন।
নিম্নমধ্যবিত্ত পরিবারে আজ
দুঃখ করেছে বস।
ছেলে মেয়ের স্কুলের ফিস দিতে
বাবার হা-হুতাশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com