সকালবেলা গরম চা
হাতের মুঠো করমচা
গপাস গিলে হারু
দুটি আন্ডা পুরলো মুখে
ডজনখানি নাড়ু।
একটা পুরো চিকেন ফ্রাই
স্যুপটা ভেজা না হোক ড্রাই।
এসব কিছু আর
কেজি খানেক চালের ভাত
খেতেই হবে তার।
দশটা রুটি আটটা কলা
সাবাড় করে বাড়ায় গলা
ভাবতে থাকে, রাতে
মাছের মুড়ো খেতেই হবে
বিরিয়ানির সাথে।
সকালবেলা বিকালবেলা
দুপুরবেলা রাতেরবেলা
খেয়েই হলো ভুরি
এখন হারু বেজায় খুশি
নাম হয়েছে “মানবপুষি’’
তাইনা দেখে প্রতিবেশি
বাজায় জোরে তুড়ি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com