কোথা হারিয়ে গেল সোনালি সে দিন
গোলা ভরা ধান আর জল ভরা মীন
ভরদুপুরে শুনি না রাখালিয়ার বাঁশি
কূলবধু জলের ছলে হয়না উদাসী !
যেই মাঠে দিনভর খেলিতাম খেলা
সে মাঠে উঁচুতলা বাড়ি আজ মেলা!
যে নদের পাড়ে ছিল সাদা কাশফুল
সেই পাড়ে হাট বসে লোকে হুল্লুল!
যেখানে ঘাট ছিল ফেরি হতাম পাড়
সে ঘাটের উপর দিয়ে সেতু লেন-চার!
যে নদের জোয়ারে মাঝি পালে ধরে হাল
সে নদে ভাটাপড়ে হয়ে গেছে খাল!
কোথা হারিয়ে গেছে সোনালি সে দিন
সব কিছু বহুরূপী আচমকা অচিন!
যে নদের পাড়ঘেষে আমার নানাবাড়ি
ভাঙনে সে পাড়ে বয় জলছড়াছড়ি!
জলভরা দিঘি নেই গোলাভরা ধান
হারিয়ে গেছে হরেক ফুলের বাগান!
হারিয়ে গেছে শর্ষফুল বিন্নিধানের মুয়া
কৃষকের ঘরে নেই আদি পেঁয়াজকুয়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com