পাহাড় ঘেরা মেধস মুনির দেশে গিয়েছিলাম
হারানো একবেলার ডায়েরির পাতা খুঁজতে
তবে, ভয়ে ছিলাম আমি -
কারণ, কেঁদেছিলাম আগের সারা রাত জুড়ে।
জানেন?
অফুরন্ত স্বপ্ন লিখেছিলাম ডায়েরির জুড়ে
কল্পনা করতে কারো হাজার বার জন্ম নিতে হবে।
জানেন?
হঠাৎ দিনের শেষ প্রহরে,
রাতের এক বেলায়
হারিয়ে গিয়েছিল ডায়েরির শেষের একটি পাতা
যার জন্য গুনতে হয়েছে হাজারো নরকের যন্ত্রণা।
জানেন?
তবুও স্বপ্ন দেখেছিলাম -
এক ডায়েরি বারবার লিখেছিলাম
তবে, আবারও শেষ পাতা হারিয়ে ফেললাম।
অবশেষে জানতে পারলাম
মেধস মুনিরতে আছে বেওয়ারিশ কিছু ডায়েরির পাতা
যা হারিয়ে ছিলাম আমি রাতের একবেলা
যদি নিতে চাইলে লাগবে আমার উপমা।
তাই গিয়েছিলাম উপমা নিয়ে
হারানো একবেলার ডায়েরির পাতা নিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com