পড়তে বসলে থাকেনা কারেন্ট
শুধু যায় আর আসে,
প্রচন্ড গরমে'র তীব্রতায় শরীর
ঘামের নদীতে ভাসে।
রাতের বেলায় হয় না যে নিদ্রা
নিজের মনের মতো,
মশার জালা গরমের তীব্রতায়
সহ্য করবো আর কতো?
কারেন্ট গেলে কখনো আসার
চিন্তা ভাবনা করে না,
গরমের অত্যাচারে দু নয়নের
পাতা একসাথে হয়না।
তীব্র গতিতে গরম তো নয় সে
যেন আগুনের ফুলকি,
সূর্যের কীরণে'র গতিতে দেয়
গরমের তান্ডবের হুমকি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com