আর কতকাল ঘুরবো এই
ভবের ভুবনে...
আজ, একাকি তাই বসে আমি
ভাবি নির্জনে।
ঘুরলাম ফিরলাম এসে কত
এই-না ভুবনে...
এবার, ফিরে যেতে হবে আমার
আমি ছিলাম যেখানে।
রইবোনা তো এই ভুবনে
বেঁবে চিরদিন,
হাওয়ার রূহু হাওয়ায় একদিন
হবে-যে বিলীন।
আমি যে বনেরই পাখি সেদিন
উড়ে, যাবো সেই বনে।
যা-চাওয়া-পাওয়ার ছিল
পেয়ে গেছি,
যা- দেওয়ার সবকিছু আজ
আমি দিয়ে দিছি।
চাওয়া-পাওয়ার নেই তো কিছু
আর, আমার জীবনে।
এবার আমার ডাক দিলে
করবোনা বারণ,
আর, এই ভুবনে পড়ে থাকার
নেই কোন কারণ।
আমি মরণকে তাই করব বরণ
নিজের মৃত্যু জেনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com