বেলা গেলো, হাঁসগুলি
খুঁজি পই-পই,
আলো কমে রাত নামে
আয় তই-তই।
ছোট মাছ পাতে রাখি
তোরা গেলি কই,
মেঘ ভাসে খনে খনে
আমি বসে রই।
জলে জলে সারাদিন
বেলা গেলো আয়,
পাতা মাছে পোকা ধরে
খুঁটে খুঁটে খায়।
পাখি সব করে রব
শিয়ালের ভয়,
তাড়াতাড়ি বাড়ি আয়
মনে যদি লয়।
ওগো তোরা খোঁজে দেখ
হাঁস গেলো কই,
ডাকা-ডাকি করি আমি
আয় তই-তই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com