ওই সে দূরে দুচোখ জুড়ে
মাঠের পরে দাঁড়িয়ে আছে,
দোল খাওয়ানো পাতার ফাঁকে
হলুদ বর্ণ ছাড়িয়ে আছে।
কিচির মিচির পাখি ডাকা
ইচ্ছে মতোন মাতম মাখা
আইল ঘেঁষানো বাবলা গাছে,
সবুজ শ্যামল ঢেউ সানন্দে
রাখাল বাঁশির সুর আনন্দে
মাইল মেশানো দৃশ্য কাছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com