কালত বন্ধু ঈদের দিন
আইসো মোদের বাড়ি,
দিলাম তোমায় নিমন্ত্রণ
বসতে দিবো পিঁড়ি।
আমার বাড়ি আসতে বন্ধু
করিওনা যেন ভুল,
হলুদ খামে ঈদের দাওয়াত
সঙ্গে দিলাম ফুল।
ফিরনী সেমাই খেতে দেবো
বিছিয়ে শীতল পাঠি,
মিষ্টান্ন আরো দধি দেবো
দিবো হালুয়া রুটি।
সাদা ভাতের সাথে দেবো
গরুর মাংসের ঝোল,
ইলিশ মাছের ভাজা দেবো
শেষে দেবো ফলমূল।
ঈদ আনন্দে কাটুক বন্ধু
হাসি খুশি বেশ,
ঈদ মোবারক ঈদ মোবারক
হয়না বলা শেষ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com