কোথায় আছো, কেমন আছো, আছো কোন খানে?
হয়না দেখা বুহুদিন, সুহাসিনী তোমার সাথে!
তোমায় কতো কবিতা দিলাম, ডাকলাম কতো সুরে,
তবুও তুমি হলেনা আমার রাখলে আমায় দূরে !
"হয়না দেখা বহুদিন"কলেজ ক্যানটিনে,
ডাকোনা তুমি আমায় আর তোমার জন্মদিনে।
ইচ্ছেছিলো তোমার সাথে, থাকবো ভালোবেসে
সকল ব্যস্ততা ভুলে, ক্লান্ত দিনের শেষে!
"হয়না দেখা বহুদিন" প্রিয়া তোমার হাসি!
জানো কি প্রিয়া এখনো তোমায়? অনেক ভালোবাসি।
"হয়না দেখা বহুদিন" প্রিয়া তোমার মুখ,
একবার যদি পেতাম দেখা, পেতাম অনেক সুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com