তুমি যখন শেষ বার ফিরে এসেছিলে
সব অধ্যায় এর পরিসমাপ্তি ঘটেছে
সম্পর্কের বেড়াজাল গুটিয়ে এসেছে
হারিয়ে গেছে আগ্রহের বাতাবরণ
এখন শুধু তোমার কষ্টের মুহূর্তের মাঝে
আমার কাছে সান্তনা খুঁজতে থাকা তুমি
অথৈ জলে নিজেকে হারিয়ে ফেললে
তখন অনেক টা সময় গড়িয়ে গেছে
এখন সান্তনার বুলি আওড়ানো ছাড়া
আমার কাছে তোমাকে দেওয়ার
আছে কি ,এখন একটা মানুষ আমাকে
আশ্রয় করে দিব্যি আছে ভালো।
এখন কোনো উটকো ঝামেলায় নিজেকে
জড়িয়ে ফেলতে পারি না কেন যেন
একটা সময় ছিল যখন তোমার সমস্যা
নিজেকে বেশি অস্থির লাগতো।
এখন তোমার কষ্টগুলো কোনো মতে
আমাকে ছুঁয়ে যায় না এক বিন্দুও
সুযোগ হলে তবেই তোমার বিপদে
আমাকে তখন তুমি পাশে পাবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com