ঝড়ের তোড়ে উড়ে গেছে
বাগান ভরা গাছ গুলো
যাচ্ছে দেখা শখের গাছের
উপড়ে পড়া সব মূলও।
উড়ে গেলো হারু চাচার
রান্না ঘরের চাল ও
ভরে গেছে বাড়ির পাশের
মরে যাওয়া খাল ও।
আমড়া গাছে বসত করতো
এক দম্পতি টুনটুনি
করতো তারা সকাল বিকাল
নিজস্ব গান গুনগুনি।
আমড়া গাছে সেই বাসাটি
কোথায় গেছে কে জানে
একটু খানি লাগলো ব্যথা
ভাঙা বুকের মাঝখানে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com