আজ বিষন্ন ভরা বিকেলে যখন-
জোৎস্না আলোর মতো স্মৃতিগুলো মনে পড়ে
হৃদয়ের দ্বার প্রান্ত শিহরিত স্বরে কেঁপে ওঠে;
মনে পড়ে সেই আলোকিত সুরে পাখিরা যখন
ঝাঁপসা আলোয় খেলা করে
একটু দূরেই দেখা যায়
বন্ধুরা মিলে এক সুরে আড্ডা মারে ;
হায়,কতো না সুন্দর ছিল..
গ্ৰামের মেঠোপথ ধরে মৌচাকের
ক্লান্তহীন সৈনিকের মতো
আপন মন আলোকিত ভবে
এক বেলা স্কুলে কাটিয়ে।
কই!
এখন তো আর দেখি না কো
বসন্ত এসে ফিরে যায় নিরব অন্ধকারের মতো,
কখন যে বৈশাখ নিয়ে আসে
অস্রুঝরা আর্তনাদ নিয়ে;
কিন্তু আজ সেই পাখিরা কোথায় আছে?
সুখের প্রতীক সেই হাসি মনে পড়ে না,
বন্ধুরা পার্কে বসে কেউ কেউ জমে আছে,
সেই আলোর সুখ একেবারে পাওয়া যায় না।
আজকে সেই সুন্দর দিনগুলি আমার মনে পড়ে,
জমে থাকে বিষন্নতার ঝর্নার মতো জলধারার সাথে।
মনে পড়ে সেই হাসি, সেই আলো, সেই তোলমল,
যেন সেই দিনগুলি আর ফিরে আসবে না কখনোই।