প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ
স্মৃতি ঘরে লিপিবদ্ধ
দাদি, নানি শাশুড়ি গো
নানা শশুর দেখা,
দাদা শশুর অনেক আগে
মৃত্যুর খাতায় লেখা।
ফুপু শাশুড়ী চারটি বোন
চাচা শশুর একাই,
অর্ধাঙ্গিনী প্রথম মেয়ে
আমি গুষ্টির জামাই।
নানির দেবর নানা শশুর
খালা শাশুড়ী নাই,
শশুর বাবার বৃদ্ধ চাচা
মামাশ্বশুর একাই।
বড় বাবা, দাদি ফুপি
নানির মা কে দেখা,
বয়জীষ্ঠ ছিলেন অনেকে
অনেক কিছু শেখা।
একে একে চলে গেল
যাচ্ছে ছেড়ে আমায়,
প্রেমের মায়ায় বেধে রেখে
পরপারে ঘুমায়।
বড় মেয়ের জামাই আমি
যায় না অতীত ভোলা,
স্মৃতির ঘরে লিপিবদ্ধ
অন্তর দুয়ার খোলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com