স্মৃতিরাও আজ দেয়ালে ঝুলে রয়
নিস্তব্ধ ছবি হয়ে বন্দী ফ্রেমের মাঝে
কখনো আবার পুরনো ডাইরির পাতায়
স্মৃতিরা বিরাজ করে মনের বারান্দায়।
মাঝে মাঝে চলার পথে হঠাৎ অজান্তে
যেখানে কোন একদিন সময় কেটেছিল
কোন পড়ন্ত বিকেলে পুকুর পাড়ে এসে
পুরনো স্মৃতিতে মন আবেগে ভাসে।
স্মৃতির শহরে ফেরারি মনের আর্তনাদ
কেই-বা বুঝে অহেতুক স্মৃতিরপদচারণ
যাকে ঘিরে স্মৃতিচারণ সেযে বহুদূরে
আপ্লূত হৃদয়ে বেদনার সুর স্মৃতি কুড়ে।
নাটকের ওই রঙ্গমঞ্চে মিথ্যে অভিনয়
স্মৃতিরা অবলীলায় মস্তিষ্কে রক্ত ঝরায়
তবুও যেন চোখের পাতা স্মৃতি গুলো
অমৃত সুখ গুলো তারে খুঁজে বেড়ায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com