ছোট্ট বেলায় খেলার সাথী
করতাম মজা বেশ,
আজও মনে রয়ে গেছে
শৈশব স্মৃতির রেশ।
পড়ার ছলে হরেক খেলা
করতাম কত রোজ,
স্মৃতির পাতায় ভেসে ওঠে
মা রাখতো তাঁর খোঁজ।
খেলার মাঠে হৈ হুল্লোড়ে
সদাই চঞ্চল মন,
সারাটাদিন কেটে যেতো
আসতো সন্ধ্যা ক্ষণ।
খাতার পৃষ্ঠে নানান ছবি
আঁকতাম ফুল ও ফল,
সুযোগ পেলে ঘুড়ি হাতে
কখনো বা বল।
স্মৃতির আয়নায় প্রতিচ্ছবি
ভাসে খেলার মাঠ,
জীবন দেখি বয়সের ঢের
চুকে মনের পাট।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com