সেদিনের সেই মিষ্টি সকালে
তোমার সাথে হয়েছিল দেখা
বলেছিলে কথা আমারই সাথে
চোখে চোখে চোখ রেখে
কেটেছিল কিছুটা সময়
আবার কি হবে দেখা
ঠিক সেদিনের মতো
হবো কি দুজন দুজনার
পৌরউদ্যানে
উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে
নব উদ্যমে
বছরের প্রথম দিনে
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com