স্মৃতি গুলো থাকনা ঠোঙাতে
আর কিছুদিন ভরা!
হতাশায় ডুবেগিয়েও দেখি
কতটুকু কি যায় করা!
মিলমিশের রসায়ন খুব পড়া
স্বার্থের ব্যাকরণকেই ভয়,
অজস্র জঠিল গাণিতিক সূত্র
জীবনের গায়ে হাত বাড়ায়!
কালনিষিন্ধা আর কত তিতা
কঠিন উপসংহারই সত্য!
অতীত নিয়ে অহেতুক দর্পণ
কি প্রযুক্তিতে গড়া কওতো!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com