কেন আজ বলো চারদিকে ভাই মিথ্যার ছড়াছড়ি?
ভয় পেয়ে কেন আমরা সবাই মরার আগেই মরি?
মিথ্যাকে আজ নিয়েছি আমরা কেন বা আপন করে?
সত্যরা আজ কেন যায় বলো অকালেই ঝরে পড়ে?
কেন আজ বলো অন্যের শোকে আমরা সবাই হাসি?
স্বার্থপরের এই দুনিয়ায় নিজেকেই ভালোবাসি।
অমুক মরেছে আমার কী ভাই, আমি খুব ভালো আছি,
তোমার জন্য আমি কেন ভাই গলায় পড়বো ফাঁসি?
পত্রিকা খুলে প্রতিদিন দেখি নিখোঁজ হচ্ছে নারী,
কতদিন যায় সেই মেয়েগুলো ফিরে না তো আর বাড়ি।
মাথাব্যথা নেই তারা তো আমার আপন মানুষ নয়,
এজন্য আমি চুপ থাকি ভাই, সত্য বলতে ভয়।
তাদের জন্য কথা বলে ভাই কী লাভ আমার বলো?
তারা সব যদি মরে যায় তবে আমার কী আর হলো?
সুখে-শান্তিতে আমি তো এখন বেঁচে আছি ভালোভাবে,
কথা যদি বলি তাদের জন্য সুখগুলো উড়ে যাবে।
নিখোঁজ কিংবা মারা গেলে কেউ বলবো না আমি কথা,
পরিবার নিয়ে বেঁচে আছি আমি এটাই সার্থকতা।
যদি কভু আসে এমন আঘাত আমার ঘরের মাঝে,
সেদিন না-হয় ভয় ভুলে আমি বিদ্রোহী হব কাজে।
সেদিন দেখবে পৃথিবীর লোক আমি কত বীরবল,
ভয় দূর করে বলবো নিজেকে সামনে এগিয়ে চল।
আমি কি সেদিন দেশের লোককে পাব না আমার পাশে?
যদিও তাদের দুর্দিনে কভু যাইনি তাদের কাছে।