বাংলার বুকে মুক্ত আমি
স্বাধীন দেশে জন্ম
বিজয় আমার লালন গড়া
ইসলাম আমার ধর্ম।
বাংলা ভাষায় কথা বলি
কোন বাধা ছাড়া
অর্জন যাদের বিনিময়ে
রক্ত দিয়ে তাঁরা।
হাজার মায়ের ছেলে হারা
কাঁদে ভবো ঘরে
বিজয় শুধু তোমার জন্য
দেশকে আঁকড়ে ধরে।
প্রার্থনা প্রভু আমাদের
স্বর্গ দিও সবার
স্মরণ করি বিজয় বীরের
সকল শহীদ তাঁহার।
একাত্তরের লালন ধারা
স্মৃতি চারণ রবে
বাংলাদেশের জনগণের
লাল-সবুজের তরে।