স্বাধীনতা তুমি আছো বলেই
মুক্ত মনে কথা বলি,
পরাধীনতাকে বিদায় দিয়ে
বক ফুলিয়ে পথ চলি।
স্বাধীনতা তুমি আছো বলেই
ভোরের পাখি করে গান,
ময়না টিয়া কোকিলের কণ্ঠে
শুনি বিজয়ের স্লোগান।
স্বাধীনতা তুমি আছো বলেই
ফুল কলি পাপড়ি মেলে,
বাগানে এসে প্রজাপতি গুলো
রঙিন ডানা মেলে খেলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com