স্বাধীনতা তুমি এসেছ বলে
শ্রাবণের মেঘ কেটে
এক উঠোন রোদ উঠেছে বিধবার মুখে।
স্বাধীনতা তুমি এসেছ বলে
পুত্রহারা মায়ের অশ্রুসিক্ত আঁচল হতে
রাশি রাশি শিউলি ঝরে তার মনন ভূমে।
স্বাধীনতা তুমি এসেছ বলে
ভাইহারা বোনের মুখে হাসে
চির চেনা কাশের বন।
স্বাধীনতা তুমি এসেছ বলে
এই পুড়া ভূমে আবার ফুটেছে
রক্ত জবার ফুল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com