স্বাধীনতা চিৎকার করে
উদ্ধার করো সকলে,
স্বাধীন দেশটা বন্দী আজি
পাতি নেতার বগলে।
স্বাধীনতা চায় জনতা
উড়তে মুক্ত আকাশে,
দম ফেলিবার নাই শক্তি নাই
শহর গলির বাতাসে।
স্বাধীনতা নিখোঁজ এখন
খবর আসে সংবাদে,
স্বাধীনতা গিইল্যা খাইছে
নেতা নেত্রী রংবাজে।
স্বাধীনতা ফিরবে হয়তো
এই জনতার সৎকারে,
ডিজিটালের কর্মকাণ্ডে
মানুষ দৌড়ায় ধিক্কারে।
স্বাধীনতা কাঁদবে শুধু
নিরবতা পালনে,
কঠিন সময় সামনে আছে
অদৃশ্য ভয় কারণে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com