আনজানা ডালিয়া
তোমার কোম্পানির সিল দিতেই হবে এমনটা কেন ভাবো
সিঁদুর দিতে হবে,
শাঁখা পলা লাগবে কেন?
তুমি তো তাকে পুরো পৃথিবী দিয়ে দিলে
যেখানে আছে ফুলের সৌরভ
পাখির কুহুতান,
ভালোবাসার অঞ্জলী,
কথার ফুলঝুরি,
আহ্ মরি মরি
আর কি চাই বলো?
স্বর্গ তো রচনা হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com