স্বর্গ সুখের সাথে
কেউ করোনা তোমরা প্রেমের তুলনা,
প্রেমেতে সুখ আছে
কেউ বলো না তোমরা
কভু বলো না।।
যতোটুকু সুখ দেয়
ভালোবেসে একদিন যে প্রিয়জন,
তার চেয়ে প্রিয়জনে
পুড়ায় যে বেশি মন।।
সুখের স্বপ্ন দেখায় শেষে
দেয় সে বেদনা।।
সুখের আশায় যে
ভালোবাসায় একদিন থাকে বিভোর,
অবজ্ঞা আর অবহেলায়
একদিন তারই ভাঙ্গে অন্তর।।
সেই ভাঙ্গা অন্তর শুধুই
করে যে যন্ত্রণা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com