প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ
স্বপ্ন পুড়ে ছাই
বঙ্গবাজার জ্বলে পুড়ে
স্বপ্ন হলো ছাই,
লক্ষ কোটি টাকা ছিল
এখন কিছু নাই।
এক নিমিষেই শেষ হলো
বণিকের স্বপ্ন সাধ,
কানটা পেতে শোন সবে
অভাগাদের আর্তনাদ।
কেউ ভাবেনি এমন কাণ্ড
ঘটবে আকস্মাৎ,
ভোর বিহানে ঘটবে প্রলয়
নামবে বজ্রপাত।
স্বপ্ন বোনা হাজার মানুষ
বুক ভাসিয়ে কাঁদে,
লালন করা স্বপ্ন হাজার
লুঠে আর্তনাদে।
আল্লাহ তুমি রহম করো
ভুলিয়ে দাও ব্যাথা,
নতুন করে দাও জীবন
দেখাও স্বপ্ন তথা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com