লতাগুল্ম আকাশ ছুঁতে পারে না
কী দারুণ সাগ্রহে গলা বাড়ায় আকাশ ছোঁবে
স্বপ্নদেবীর পদপ্রান্তে লতা কতকাল যুগ ধরে স্বপ্নময়ী
আকাশের পথ ধরে আকাশ মাঠে নীলের বিছানায় নীলা ঘাস হবে-
এতো উঁচু শূন্যতা! বিস্ময়ে হতভাগে একসময় মুখ থুবড়ে পড়ে থাকে মাটির বিছানায় -
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com