ওগো সুহাসিনী! স্বপ্নচারিনী!
হেরিয়া তোমাকে আমি,
উতলা হয়েছি প্রেমেতে মজেছি
ভেবেছি তোমাকে দামি।
দিয়ে কতো প্রীতি গাই তব গীতি,
খানিক সুখের তরে,
জনমের পরে হৃদয়ের ঘরে
রাখতে তোমাকে ধরে।
আশা ছিল খাসা বাঁধব যে বাসা
প্রেম যমুনার তীরে,
অভিমান করে গেলে তুমি সরে
আসোনি তো আর ফিরে।
ওরে ও ললনা!করলে ছলনা!
কোন সে রশিয়া পেয়ে?
তুমি হীনা আজ চলি ধরা মাঝ
বিরহের গান গেয়ে!
নয়নের জলে কাঁদি পলে পলে
আশাতে আজ ও থাকি,
শয়নে স্বপনে ভাবি প্রতি ক্ষণে
কেমনে দিয়েছো ফাঁকি?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com