আমি স্বপ্নে তোমাকে চাই
প্রতিটি ক্ষণে সর্ব মুহূর্তে
তুমি শুধুই আমার
আর কারো নও।
তুমি আমার হয়ে এসো
চাঁদনী রাতে চুপটি সারে
ঝরের দিনে একাকী প্রহরে
কিংবা হিমেল হাওয়ায়।
তোমার রূপের মাধুরী
ছড়িয়ে পরবে গোটা আশপাশ
শুভ্র শীতলপাটি তোমাকে
বরন করতে প্রস্তুত।
স্বপ্নকন্যা তুমি স্বপ্নেই করো
যাওয়া আসা
বাস্তবে তুমি ধরা দাও না
আমি শুধু চেয়েছি তোমায়
আমার মন মন্দিরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com