তারকারা আকাশে বিরাজ করে
হাজার তারার মাঝে কেউ কেউ দূতি ছড়ায় বেশি।
তাদেরকে নাম ধরে ডাকে সবাই।
মহাতারকা, সুপার তারকা কেউ কেউ।
কারো আলো স্বপ্ন দেখায়, তুলনা হয় সুন্দরের সাথে
কেউ কেউ পুড়িয়ে দেয়, যন্ত্রণা দেয়
ভষ্ম করতে করতে উড়ে এসে পড়ে পৃথিবীর পর।
স্টার, সুপারস্টার, মেগাস্টার
আকাশকে প্রজ্জ্বলিত করে, কারো আলো স্নিগ্ধময়
কারো আলো তাতিয়ে দেয় দেহ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com