আকাশে ওঠেনি রবি, লিখেনি কাব্য কবি
দীর্ঘশ্বাসে ভরে ছিলো ঠিক গোটা পৃথিবীর সবই ।
কেঁদে ছিলো চাঁদতারা, তরঙ্গ দিশেহারা
কেঁদে ছিলো গোলাপ বকুল চামেলি জাম রেন্টিচারা।
নদী ভুলেছিলো বাঁক সাগর তুলেনি ঢেউ
অসুস্থ কোটি রুগ্নরোগি পথ্য খাইনি কেউ!
একটি লোকের প্রেমে, বাতাস গিয়েছিলো থেমে
তাহার হত্যার খবর শুনে মাটিও গিয়েছিলো ঘেমে!
শিশুরা খেলেনি খেলা, বসেনি কোথাও মেলা
সমস্ত যান বন্ধ ছিলো চলেনি রিকশা ঠ্যালা।
থমথমে ছিলো সবই কেঁদেছে চাঁদ ও তারা
বুকের ভেতরে ব্যথার পোকা বেদম দিয়েছে নাড়া!
ইথরে ইথরে খবর, জ্বলেছে ঢাকার শহর
বত্রিশ নাম্বার বাসাবাড়িতে, বিশাল লাশের বহর।
সিঁড়ির উপর শুয়ে আছেন পিতা রক্ত সাগর প্রায়
সেদিন থেকে বাংলা কাঁদে ফিরে আয় ফিরে আয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com