মনে পড়ে কি তোমার সেই দিনের কথা?
যেখানে তোমার আমার হয়েছিলো দেখা।
তুমি ছিলে আামার কাছে মায়াবতী সখী,
কেন তবে এখন তোমায় একবারও না দেখি।
চুপি চুপি হয়না দেখা তোমার সনে এখন,
সুখ গুলিসব হারিয়ে গেল বুঝতে পারিনি কখন!
বলেছিলাম তোমার উঠানে এনে দেব অমরাবতি,
কেন তবে সেই ছেলেটার করলে তুমি ক্ষতি!
সুখে থেকো ভালো থেকো করি এই কামনা,
তোমার স্মৃতি পড়েমনে আমার মনের আঙ্গিনায়।
মন বইয়ের পাতা খুলে দেখো সেখানে আছি,
তোমার কথা কেমনে ভুলি কেমনে বলো বাঁচি!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com