সূয্যি মামা ভীষণভাবে
যাচ্ছে যেন খেপে,
সারা দেশটা পুড়ছে শুধুই
তার রৌদ্র তাপে।
বলি সেদিন, সূয্যি মামা
একটু খানি ভাবো,
যদি তুমি এমন করো
আমরা কোথায় যাবো?
ভীষণ রাগে সূয্যি মামা
বলল, এদিক তাকা
গাছপালা সব কেটে তোরা
করলি কেন ফাঁকা?
সবুজ-শ্যামল দেশটা তোদের
ছিল যখন ভরা,
বলতো দেখি, তখন দেশে
বাড়তো কী খুব খরা?
সবুজ রঙে দেশটা যদি
আবার পূর্ণ হয়,
সেদিন তোরা রক্ষা পাবি
তার আগে তো নয়।