একটা জিনিস হচ্ছে সবাই
আমিই কেবল পারছি না,
মেঘ বালিকা রুক্ষ বৃক্ষ
সময় স্রোত মনের বাসনা!
অভ্যাস রুটি স্বভাব দশা
যা বলিনা নাম তার,
একএকদিন একেক রকম
আমি কি বলব আর!
তথাকথিত ভদ্র দাবি
সততার বালাই ষাট,
অকারণে প্ল্যান ছাড়া
বাড়ছে দেখি কানার হাট!
কি নিখুঁত অভিনয়
সুবোধ মহোদয় গণের,
আমি শুধু চেয়েই গেলাম
সুযোগ হলোনা পরিবর্তনের!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com